Search This Blog

Monday, November 14, 2016

ষাট গম্বুজ মসজিদের চিত্রসম্ভার

ষাট গম্বুজ মসজিদ

ষাট গম্বুজ মসজিদের সম্মুখ এবং পার্শ্বদৃশ্য।


মানচিত্রে বাংলাদেশের বাগেরহাট জেলা ।( লাল অংশটুকু)


মসজিদের অন্যান্য নিদর্শনসমূহের তালিকা।


ষাট গম্বুজ মসজিদের ভূমি পরিকল্পনা ।


পরিচিতি::

ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের
বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে
অবস্থিত একটি প্রাচীন মসজিদ।
মসজিদটির গায়ে কোনো
শিলালিপি নেই। তাই এটি কে
নির্মাণ করেছিলেন বা কোন সময়ে
নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে
সঠিক কোনো তথ্য পাওয়া যায় না।
তবে মসজিদটির স্থাপত্যশৈলী
দেখলে এটি যে খান-ই-জাহান
নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে
কোনো সন্দেহ থাকে না। ধারণা
করা হয় তিনি ১৫শ শতাব্দীতে এটি
নির্মাণ করেন। এ মসজিদটি বহু বছর
ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা
হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল
রাজমহল থেকে। এটি
বাংলাদেশের তিনটি বিশ্ব
ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে
অবস্থিত; বাগেরহাট শহরটিকেই বিশ্ব
ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা
দেওয়া হয়েছে। ১৯৮৩ খ্রিষ্টাব্দে
ইউনেস্কো এই সম্মান প্রদান করে।
মসজিদটি উত্তর-দক্ষিণে বাইরের
দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের
দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব-
পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট
ও ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া।
দেয়ালগুলো প্রায় ৮·৫ ফুট পুরু।ষাট গম্বুজ মসজিদের প্রধান প্রবেশ পথ ও ফটক।

ষাট গম্বুজ মমসজিদের অন্যান্য চিত্রসমূহ>>

মসজিদের পাশে অবস্থিত বিশাল বিল
মসজিদের মিম্বার ও মেহরাব।
মসজিদে সংরক্ষিত পাত্র, মুদ্রা ও গুলতি।


মসজিদের কারুকার্য ও মিনারে ওঠার সিঁড়ি।খান জাহান আলীর সমাধি।

[Md Masud+ W.C]